নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবিরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখা। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল আহমেদ সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।