
আগৈলঝাড়া প্রতিনিধিঃ এক সময় পান চাষ ছিল চাষীদের জন্য লাভের নিশ্চয়তা, কিন্তু এখন তা শুধুই স্মৃতি। লাভের কথা দূরে থাক, চাষীরা আজ খরচের হিসাবই করছেন। আগে যেখানে প্রতি পোন পান বিক্রি হত ১২০ থেকে ১৫০ টাকায়, এখন তা দাঁড়িয়েছে মাত্র ৩০ থেকে ৪০ টাকায়। পানের উৎপাদন ভালো হলেও এই দরপতনে দিশেহারা আগৈলঝাড়ার চাষীরা।বরিশালের আগৈলঝাড়া উপজেলার পানের ক্ষেতি শুধু দেশেরই নয়, বিদেশের বাজারেও পরিচিত। উপজেলার রাজিহার, বাকাল ও গৈলা ইউনিয়নে পান চাষ প্রচুর। সারা বছরই এই অঞ্চলে পানের বাজার থাকে চড়া। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আগৈলঝাড়ার পানের চাহিদা থাকায় রপ্তানিও হয় প্রচুর পরিমাণে।তবে এবছর চিত্র কিছুটা ভিন্ন। দাম কম হওয়ায় আগৈলঝাড়ার চাষীরা ভাবিত।এ ব্যাপারে পান চাষী শহীদ সিকদার বলেন পান উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম হওয়ায় আমরা দিশেহারা।বর্তমানে পানের বাজারে যে অবস্থা তাতে আমাদের সাধারণ পানচাষীদের বাঁচা মুশকিল হয়ে উঠেছে। উপজেলার পানচাষী কমল রায় বলেন সরকার যদি সহায়তা না করে, চাষ চালানো সম্ভব হবে না,সরকার যেন আমাদের নির্মোবৃত্ত চাষীদের সহায়তা করে এমনটাই দাবি। আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় বলেন চাষীরা এখন উৎপাদন ভালো হলেও দাম কম পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি মূল্য বৃদ্ধিতে সহযোগিতা করার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক সাংবাদিকদের বলেন, আমরা চাষীদের সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বাজারের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালানো হচ্ছে। যদি উৎপাদন ভালোও থাকে, কিন্তু বাজারে দাম কম থাকে, তাহলে চাষীরা কি লাভের মুখ দেখবেন? আগৈলঝাড়ার চাষীরা এই কঠিন সময়ে সরকারের সহায়তা এবং বাজার মূল্যের উন্নয়নের আশা