1. news@swadeshtv24.com : স্বদেশ টিভি ২৪ : স্বদেশ টিভি ২৪ স্বদেশ টিভি ২৪
  2. info@www.swadeshtv24.com : Swadesh TV 24 :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’ বিদায় মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা , নতুন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
৫৩

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ ‘মানবিক ডিসি’ হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে পাঠানো হলো। সরকারি চাকরি বদলি হবে এটাই স্বাভাবিক। এক জেলা থেকে অন্য জেলায় চলে যাবেন। কিন্তু তিনি চলে গেলেও তার বৃহৎ জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের কারণে নারায়ণগঞ্জ জেলাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ভৌগোলিক ভাবে রাজধানী ঢাকার পরেই প্র্যাচের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার অবস্থান । সামগ্রীক বিবেচনায় নারায়ণগঞ্জ জেলার গুরুত্ব অপরিসীম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন উপসচিব রায়হান কবির। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি রাজবাড়ীর জেলা প্রশাসক ছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের জন্য “মানবিক ডিসি” হিসেবে পরিচিতি পান। দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। তার উদ্যোগে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এক লাখ গাছ রোপণ, শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, বীর শহীদ পরিবারের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ অভিযান, সাইনবোর্ডে ‘গেইট অব অনার’ স্থাপনসহ নানা কার্যক্রম বাস্তবায়ন হয়। এছাড়া খেলোয়াড়, কোচ ও অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা, পরিচ্ছন্নকর্মীর মেয়ের বিয়েতে সহযোগিতা, নারায়ণগঞ্জ স্টেডিয়াম উন্নয়নে ১ কোটি ৬৪ লাখ টাকার বরাদ্দ, ডে’ঙ্গু প্রতিরোধে কিট ও ওষুধ বিতরণ, নবজাতকের জন্য এনআইসিইউ চালু, চাঁ’দাবাজ দমন, দা’লাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা এবং যানজট ও হকারমুক্ত নগর গড়তে নিয়মিত বৈঠকসহ অসংখ্য পদক্ষেপ নিয়েছেন তিনি।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক হলেও তার ভাবনা ছিলো একজন জনপ্রতিনিধির মতো। তার বিচক্ষন উদ্যোগের ছোঁয়ার পরির্বতনের হাওয়া বইতে শুরু করেছিলো নারায়ণগঞ্জ জেলা জুড়ে। সকল শ্রেনী পেশার মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থার ঠিকানা। তার এই অবদান ও নিষ্ঠা নারায়ণগঞ্জবাসীর কাছে প্রশংসিত এবং তার বৃহৎ জনকল্যাণমূলক কার্যক্রম নারায়ণগঞ্জ জেলা বাসীর হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে। ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’ রবী ঠাকুরের পংক্তির সেই চির অমর বানী অস্বিকার করার সাধ্য আমাদের কারো নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐬𝐰𝐚𝐝𝐞𝐬𝐡𝐭𝐯𝟐𝟒.𝐜𝐨𝐦
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট