নিজেস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষ্যে এসএসসি-১৯৯১ ব্যাচের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ বার একাডেমী মিলনায়তনে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯১ ব্যাচ ছাত্র- ছাত্রীবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।এসএসসি ১৯৯১ ব্যাচের আহ্বায়ক মরিয়ম আক্তার লাকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, এসএসসি-১৯৯১ ব্যাচের সদস্য শাহ জালাল, সালাউদ্দিন, কবির হোসেন, মোক্তার হোসেন, মিজানুর রহমান’সহ এসএসসি-১৯৯১ ব্যাচের সদস্যবৃন্দ।
এসএসসি-১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সকালে একে একে নারায়ণগঞ্জ বার একাডেমীতে উপস্থিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে প্রস্তুতি সভা শুরু হয়। আহ্বায়ক মরিয়ম আক্তার লাকী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সকল প্রাক্তন শিক্ষার্থীরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের প্রারম্ভে কেক কাটেন সদস্যরা। একে অপরের সাথে পরিচিতি পর্ব করেন। পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার জন্য আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।