মোঃ সোহরাব হোসেন বরগুনা প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় পুলিন মিস্ত্রির বসতবাড়িতে হানা দিয়ে ডাকাতরা আট ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় নারী-পুরুষসহ চারজন গুরুতর আহত হন। উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। ভুক্তভোগী নয়ন মাস্টার জানান, রাত আনুমানিক দুইটার দিকে আট-নয় জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল শাপল দিয়ে ঘরের দরজার লাট ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পূর্বে পরিবারের চার সদস্যকে নির্মমভাবে মারধর করে। এবং যাবার মুহূর্তে হুমকি-প্রদান করে যে এ বিষয়ে মামলা করলে পরবর্তীতে প্রাণে শেষ করে দেব। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পরপরই বরগুনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়রা দাবি করেছেন,এলাকায় চুরি-ডাকাতির দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
Facebook link 🔗https://www.facebook.com/share/v/16ryE8FEjg/