1. news@swadeshtv24.com : স্বদেশ টিভি ২৪ : স্বদেশ টিভি ২৪ স্বদেশ টিভি ২৪
  2. info@www.swadeshtv24.com : Swadesh TV 24 :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

মহান বিজয়ের প্রেরণায় প্রস্তুতি ও সুরক্ষার অঙ্গীকার: শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন এবং ভূমিকম্প সচেতনতা সভা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
১০

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ নভেম্বর সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমুলক মতবিনিময় সভা ও ভূমিকম্পের সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা সেই সকল অকুতোভয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমরা কখনো ভুলবো না। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করার ব্যবস্থা করা হবে।বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। তাদের এই ত্যাগ ইতিহাসের পাতায় এবং আমাদের কাছে গৌরবের হয়ে রবে।শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। শহীদ বুদ্ধিজীবী দিবসে পঞ্চবটি বদ্ধভূমিতে ফুলেল শুভেচ্ছা নিবেদন করা সহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করার আয়োজন করা হবে। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত সবার জন্য দুঃখ প্রকাশ করেন। এবং ভূমিকম্পের সচেতনতা বৃদ্ধির জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের আহ্বান করেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বিল্ডিং চিহ্নিত করাসহ ঝুঁকিপূর্ণ আরো বিল্ডিং এর খোঁজখবর নেওয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে ভূমিকম্প হলে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সবার দৃষ্টির রাখার আহ্বান করেছেন। ১৬ই ডিসেম্বর উপলক্ষে সবার সম্মিলিতভাবে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে বিজয় দিবস পালন করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আফম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, নারায়গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী পরিবারের সদস্য, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এড,আবদুল্লাহ আল আমিন,বৈষম্য বিরোধী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব জাবেদ আলম, গণসংহতি আন্দোলন নারায়গঞ্জ জেলার আহবায়ক তরিকুল ইসলাম সুজন, খেলাফত মজলিস মহানগর কমিটির সভাপতি সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অরাজনৈতিক সামাজিক সুশীল সমাজ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে সবার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ নভেম্বর সকাল ১১ ঘটিকায় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পঞ্চবটি বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ। ১৬ ই ডিসেম্বর সকালে সরকারি ও বেসরকারি সকল দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন,সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে, ৩১বার তোপধ্বনি ও পুস্পস্তবক অর্পণ চাষাড়া বিজয় স্তম্ভে করা হবে। ওসমানী পৌর স্টেডিয়ামে শিশু কিশোর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে শিল্পকলা একাডেমিতে এছাড়াও আরো অনেক আয়োজনের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐬𝐰𝐚𝐝𝐞𝐬𝐡𝐭𝐯𝟐𝟒.𝐜𝐨𝐦
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট