বরগুনা প্রতিনিধি: বরগুনায় বেপরোয়া গতির একটি ট্রাফি গাড়ির ধাক্কায় মিরাজ (৪০) নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। আহত মিরাজ বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সালাম চৌকিদারের ছেলে। রাত সাড়ে নয়টার দিকে বরগুনার উদ্দেশ্যে যাওয়ার পথে খেজুরতলা নামক স্থানের মূল সড়কে বিপরীত দিক থেকে আসা মালভর্তি ট্রাফি গাড়িটি মিরাজের মোটরসাইকেলে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজ গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয়রা অভিযোগ করে জানান, ট্রাফি গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণহীন এসব গাড়ির কারণে এলাকাবাসী প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাফি গাড়ির মালিক সরোয়ারকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।