নবাবগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আরএমটিপি’র উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৫ নভেম্বর বিকেল ৫টায় মহারাজপুর বাজার এলাকায় উচ্চমূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিশেষ করে যান্ত্রিকভাবে আগাছা দমনে ব্যবহৃত উইডার মেশিনের কার্যকারিতা, ব্যবহারের নিয়ম এবং মাঠ পর্যায়ে এর সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আধুনিক কৃষি প্রযুক্তির এই ব্যবহার কৃষকের শ্রম, সময় ও খরচ কমানোসহ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। মাঠ দিবসের কার্যক্রম পরিচালনা করেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ. ন. ম. খালিদ সরকার। আরও উপস্থিত ছিলেন এভিসিএফ মোহাম্মদ আলী সিদ্দিকী, এভিসিএফ মামুনুর রশীদসহ স্থানীয় কৃষক, সংগঠক এবং প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধি। কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন—উচ্চমূল্যের ফল-ফসলের উৎপাদন ও বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার গ্রামীণ কৃষকের আর্থিক অবস্থাকে আরও মজবুত করবে। মাঠ দিবসের এ আয়োজনের মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ায় আগামীতে এসব সরঞ্জাম ব্যবহারে তারা আরও দক্ষতা অর্জন করবেন। কৃষিজ প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গ্রাম বিকাশ কেন্দ্র এবং পিকেএসএফ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।