বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের এক গণিত শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনতা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বিকাশ রায়। আগৈলঝাড়ার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়েরই সপ্তম শ্রেণীর ছাত্রী মেঘা তালুকদারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে গণিত শিক্ষক ভজন ওঝার বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি আস্কর গ্রামে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। পবিত্র শিক্ষাঙ্গনে এমন ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় স্কুল ও তার আশপাশের এলাকায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভও প্রদর্শন করেন অনেকে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত এবং ক্ষুব্ধ খোদ সহকর্মীরাও। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈ। "বিদ্যালয়ের একজন শিক্ষককে ঘিরে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা ইতোমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছি। যথাযথ বিচার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে।" বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকরাও অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।