
আগৈলঝাড়ায় প্রতিনিধিরবিকাশ রায়ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় এক মানবিক কর্মসূচি পালিত হয়েছে। সেখানে বরিশাল বিভাগীয় ছোট মনি নিবাসের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শিশুদের খোঁজখবর নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শীতের শুরুতেই আগৈলঝাড়ার বরিশাল বিভাগীয় বেবি হোম বা ছোট মনি নিবাসের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উষ্ণতা ছড়ানোর এই উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপন। প্রযুক্তির সহায়তায় তিনি ছোট মনি নিবাসের সোনামণিদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। নিজের বক্তব্যে জহির উদ্দিন স্বপন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, শীতের কষ্ট লাঘব এবং শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা। এই মহতী আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-দপ্তর সম্পাদক ডাক্তার গোলাম মোর্শেদ সজীব। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিশুদের হাতে শীতের নতুন পোশাক তুলে দেন।