
মনিরুল ইসলাম মনিরঃ মতলব উত্তর উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫–এর বর্ণাঢ্য মেগা ফাইনাল। ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকার লড়াইয়ে ৫-৪ গোলে এখলাসপুর ফুটবল একাদশকে হারিয়ে নাউরি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল খেলার উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। এসময় তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, তরুণ সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে তরুণদের উপস্থিতি ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তরুণদের খেলাধুলায় আরো বেশী উৎসাহিত করতে এই ধরনের আয়োজনের কোন বিকল্প নেই । কেননা, যুবরাজ বা তরুনরায় হচ্ছে দেশের মূল শক্তি। এই তরুনদের শারীরিক গঠন, সুস্থ থাকা ও মানসিক বিকাশে ক্রীড়ার আয়োজন খুবই জরুরী । একসময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা একথা উল্লেখ করে ড. জামাল উদ্দিন আরও বলেন, আজ ফুটবল খেলার এ আয়োজন করা হয়েছে, যাতে আমাদের তরুণরা বিপথে না যায় এবং মাদক থেকে দূরে থাকে। তরুণরা যেন মাঠে আসে। খেলোয়াড়রা খেলবে, অন্যরা মাঠে এসে খেলা দেখবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিলে খেলাধুলার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। তার হাত ধরে দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে যে ধারা তৈরি হয়েছিল সেটি আবার ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি এবং যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মুরাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্ল্যা মুন্সি, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাঠে খেলোয়াড় বাড়াতে হলে আগে মাদককে ‘না’ বলতে হবে। তরুণরা খেলাধুলায় যুক্ত থাকলে সমাজ হবে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পুরো মাঠজুড়ে দর্শকদের উল্লাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।