এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শাল্টিমুরাদপুর এলাকায় গতকাল সন্ধ্যার পর রাস্তার পাশে এক নারীর অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন প্রথমে লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌঁছায় এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি ঝোপের কাছে লাশটি পড়ে ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে। পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে: যদি কেউ নিহত নারীকে চিনে থাকেন অথবা তার পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাহলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।